
প্রকাশিত: Sat, Jul 22, 2023 10:13 AM আপডেট: Tue, May 13, 2025 6:25 AM
[১]বিক্ষোভে উত্তাল মণিপুরে নারী ঐক্য, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিল নিজ গোষ্ঠীর নারীরাই
ইমরুল শাহেদ: [২] মণিপুরে দুই নারীকে দলবদ্ধ ধর্ষ করে নগ্ন করে প্রকাশ্যে হাঁটতে বাধ্য করার ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই ঘটনাটি এবার মূল অভিযুক্ত হুইরেম হেরোডাস মেইতেইয়ের বাড়ি জ্বালিয়ে দিল উন্মত্ত জনতা। দি ওয়াল
[৩] পুলিশ জানিয়েছে, হেরোদাসের গ্রেপ্তারের খবর পেয়ে আশপাশের গ্রামের মহিলারা একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে ভাঙচুর করার পর আগুন ধরিয়ে দেয়।
[৪] অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য সংঘর্ষের সময় লুকিয়ে পড়েছিলেন বনে। পুলিশ তাদের উদ্ধার করলেও পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়। তারপর দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়। তাদের মধ্যে একজনের ৫৬ বছর বয়সি বাবা এবং ১৯ বছর বয়সি ভাইকে খুন করা হয় তার চোখের সামনেই। আরও একজনকে যৌন নিগ্রহ করা হয়। পরে তিন মহিলা কোনওরকমে পালিয়ে যান।
[৫] মণিপুরে বরাবরের মতো এবারও কুকি এবং মেইতেই, দুই শিবিরেরই আন্দোলনের পুরোভাগে আছে নারীরা। অভিযুক্ত হেরোদাস মেইতেই সম্প্রদায়ের মানুষ। মেইতেই সম্প্রদায়ের আন্দোলনকারী নারীদের একজন মেইরা পাইবি বলেন, যে সম্প্রদায়েরই হোক না কেন, একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের সমাজে এমন লোক থাকতে দিতে পারি না। এটা পুরো মেইতেই সম্প্রদায়ের জন্য লজ্জাজনক ঘটনা।’ ওই মহিলারা মীরা পাইবিস বা ‘মহিলা মশাল বহনকারী’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত।
[৬] ভিডিওকাণ্ডের মূল অভিযুক্ত ৩২ বছরের যুবককে বুধবার থৌবাল জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর সময় তিনিই নেতৃত্ব দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।
[৭] আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুর পরিস্থিতি নিয়ে প্রবল চাপ তৈরি হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের উপর। সম্প্রতি মিয়ানমারের ‘স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল’-এর প্রধান থান সুই-এর সঙ্গে আলোচনায় সীমান্তের অশান্তি নিয়ে সরব হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি থান সুইকে বলেছেন, মণিপুরের পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং তা আরও বাড়ে, এমন কোনও পদক্ষেপ যেন মিয়ানমার না করে। পররাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘ভারত মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার চেষ্টাকে সমর্থন করছে। সে ক্ষেত্রে শান্তি-নিরাপত্তা ফেরানোর দিকটিকেও গুরুত্ব দিতে চায় নয়াদিল্লি। এ ব্যাপারে আমরা আমাদের নীতির সঙ্গে ‘আসিয়ান’-এর নীতির সমন্বয় করব।’
[৮] সংশ্লিষ্ট মহল মনে করে, মণিপুর-সহ উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদের সাহায্য করেছিল মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা। পরে এলাকায় লাগাতার অভিযানের ফলে তারা অনেকটাই পিছু হটে। একটি বড় অংশ মূল স্রোতে ফিরেছেও। কিন্তু এখনও যারা আছে, তারা আবার সঙ্ঘবদ্ধ হতে চাইছে। এরা মণিপুরের অশান্তিতে ফের ইন্ধন দিয়ে মিয়ানমারে সেনার বিরুদ্ধে লড়াইয়ে মণিপুরের বিচ্ছিন্নতাবাদী শক্তির সাহায্য পেতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, এর আগে নাগা ও কুকিদের সংঘর্ষ হয়েছিল। তা ছড়িয়েছিল মণিপুরেও। কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্ট, ইউনাইটেড কুকি লিবারেশন ফ্রন্ট-সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন তৈরি হয় সেই সময়ে।
[৯] মণিপুরের কুকি এলাকায় মিয়ানমারের মাফিয়াদের মদতে ছড়িয়ে দেওয়া হয়েছে আফিম ও গাঁজার চাষ। দেশের হেরোইন-স্বর্গরাজ্য হয়ে উঠেছে মণিপুর। সীমান্তবর্তী গ্রামগুলির ঘরে-ঘরে মাদক তৈরির কারখানা। যত মাদক, তত টাকা! গ্রামের মানুষ ফসলের চাষ বন্ধ করে আফিম চাষ করছেন।
[১০] বিশেষজ্ঞদের মতে, মাদক ব্যবসায়ীরা সব সময়ে অস্থির রাজনৈতিক অবস্থা ও দারিদ্র্যের সুযোগ নেয়। মিয়ানমার-চট্টগ্রাম সীমান্ত জুড়ে মাদক তৈরি এখন সুসংগঠিত শিল্প। মণিপুরে কুকিদের ব্যবহার করে সেই কারবারই ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিয়ানমার ও মিজোরাম থেকে কুকিরা নাগাড়ে মণিপুরে ঢুকছেন। তাদের আফিম চাষের পাশাপাশি উন্নত আগ্নেয়াস্ত্র দিয়েও মদত করছে মিয়ানমারের ও-পারে থাকা চিনা এজেন্টরা।
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
